• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন
  • English Version

আইওএস ১৭ আপডেট করলেই আইফোন গরম বন্ধ হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ৬৭ ফেসবুক শেয়ার
আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

আইওএস ১৭ এর কিছু বাগ নতুন আইওএস মডেলগুলোর গরম হওয়ার জন্য দায়ী বলে জানিয়েছিল অ্যাপল। আবার উবার ও ইনস্টাগ্রামের মতো কিছু অ্যাপও আইওএস ১৭ ও ১৭ প্রো চিপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে ফোনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফোন দ্রুত গরম হওয়া ঠেকাতে অ্যাপল সফটওয়্যার আপডেটের ঘোষণা দেয়। আইফোনের গরম হওয়ার সমস্যা সমাধানসহ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা বাগ এই আপডেটের মাধ্যমে সমাধান করা হবে।

ডিভাইসে নতুন আপডেটের নোটিফিকেশন না পেলে, ফোনের সেটিংসে গিয়ে আপডেট এসেছে কিনা তা চেক করা যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপডেটটি ডাউনলোড ও ইনস্টল করা যাবে সহজে।

১. আপনার আইফোনকে ওয়াইফাই বা নেট চালু করুন ও ব্যাটারি লেভেল ৫০ শতাংশ হওয়া পর্যন্ত চার্জ দিন।

২. সেটিংসের জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে ট্যাপ করুন।

৩. আপডেটের লিস্টটি থেকে আপডেট নাউ অপশন ট্যাপ করুন।

৪. নিজের ফোনের পাসকোড দিন।

৫. এর পর আপডেটটি ডাউনলোড শুরু হবে।

৬. আপডেট ডাউনলোড শেষ হলে ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট নেবে। এতে কয়েক মিনিট সময় লাগতে পারে।

 

আওয়াজ ডটকম ডটবিডি, ৩০ অক্টোবর ২০২৩


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর