প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ১৫ শতাংশ শেয়ার কর্মচারী বা অন্যান্য ক্যাটাগরিতে বরাদ্দের বিষয়ে উদ্বোধন ও সচেতনতা প্রোগ্রামের আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট।
আগামী ১৫ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সকল ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের অনুষ্ঠানে যোগদান করার আহবান জানানো হয়েছে।
ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে নতুন এই মডিউলের উদ্বোধন এবং এই সম্পর্কে পরিচিতি করানো হবে। মিটিংয়ের জুম লিঙ্ক এবং আইডি-পাসওয়ার্ড নিম্নে দেওয়া হলো:
Zoom Link
https://us06web.zoom.us/i/81575717045?wdM0tUenFkaFUzTEV4QlFGa Ew5ZnZEZzO9
Meeting ID: 815 7571 7045
Passcode: 772764