• বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন
  • English Version

আইপিটিভি-ইউটিউবে সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: তথ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক / ৫৩ ফেসবুক শেয়ার
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
bd media news
ড. হাছান মাহমুদ ফাইল ছবি

আইপিটিভি, ইউটিউব ও অনুমোদনহীন অনলাইনে সংবাদ ও অনুষ্ঠান প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমন তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাথে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় টেলিভিশন মালিক সমিতি আইপিটিভি, ইউটিউব ও অনুমোদনহীন অনলাইনে সংবাদ ও অনুষ্ঠান প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এসময় মন্ত্রী জানান, অবৈধভাবে কোনো মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচারের সুযোগ নেই। প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই নিবন্ধন করতে হবে। অনেক আইপিটিভি স্থানীয়ভাবে অনেক পপুলার। মানুষ তাদেরকে চিনে এবং নিয়মিত তাদের খবর প্রচার করছে। আমি বলছি সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এটা পারেন না এবং জেলা প্রশাসকরা যেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয় সে ব্যাপারে তাদের জানানো হয়েছে।

এ সময় গত বছর থেকে জেলা প্রশাসকরা যেভাবে ক্লিন ফিড বাস্তবায়নের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সেজন্য মন্ত্রী তাদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর