আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিবির মহাব্যবস্থাপক তানজিনা চৌধুরী। আজ ৩ জানুয়ারি অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক্সচেঞ্জ ও আইসিবি শাখার উপসচিব মো: গোলাম মোস্তফা স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। অর্থ মন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের মহাব্যবস্থাপক তানজিনা চৌধুরী তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আইসিবি সিকিউরিটিজের সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ আইসিবিকে কর্মরত থাকা অবস্থায় তিনি সিকিউরিটিজেরও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।