• বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন
  • English Version

আইসিসির ২০২১ সালের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় সাকিব

খেলাধুলা ডেস্ক / ৬২ ফেসবুক শেয়ার
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
bd sports news

আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আইসিসি এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়। সাকিবের পাশাপাশি এই তালিকায় আরও আছেন পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

২০২১ সালে ওয়ানডেতে ২৭৭ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। যার গড় ৩৯.৫৭। পাশাপাশি ব্যাট হাতে ১৭ উইকেট শিকার করেছেন তিনি। নিষেধাজ্ঞা থেকে ফিরেই এ বছর তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক সিরিজে সিরিজ সেরা হয়েছেন।

এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ভুলে যাওয়ার মতো সময় পার করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে আবার নামের প্রতি সুবিচার করেন সাকিব। তিন ম্যাচের ওই সিরিজেও সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

অন্যদিকে মনোনীত বাবর আজম এ বছর করেছেন ৪০৫ রান। দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ২০২১ সালে করেছেন ৫০৯ রান। পল স্টার্লিংয়ের ব্যাট থেকে এসেছে ৭০৫ রান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর