পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি। কোম্পানিগুলো সভায় সমাপ্ত সময়ের নীরিক্ষিত ও অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড: পর্ষদ সভা আগামী ৩০ জানুয়ারি, বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পনিটি শেয়ার প্রতি আয় করেছিল ৯ পয়সা।
কে অ্যান্ড কিউ লিমিটেড: পর্ষদ সভা আগামী ১৯ জানুয়ারি, দুপুর ২টা ৩০ মিনিটে ওই সভা অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পনিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৪ পয়সা।
ফার্মা এইডস লিমিটেড: পর্ষদ সভা আগামী ২১ জানুয়ারি, সকাল সাড়ে ১১টায় ওই সভা অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পনিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৯৯ পয়সা।
স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৮ জানুয়ারি, ২০২৩ তারিখ দুপুর ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
আওয়াজ ডটকম ডটবিডি, ১৭ জানুয়ারী ২০২৩