• বুধবার, ০৭ জুন ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন
  • English Version

আজ দর হারানোর শীর্ষে ইয়াকিন পলিমার

বিজনেস ডেস্ক / ৭৮ ফেসবুক শেয়ার
আপডেট সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
bd business news,

বুধবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৮টির বা ৩৩.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস ইয়াকিন পলিমারের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৪.৭০ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইয়াকিন পলিমার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩.৪৭ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩.২০ শতাংশ, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ৩.০৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২.৭৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ২.৭১ শতাংশ, বিবিএসের ২.৬৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ২.৫৮ শতাংশ, খান ব্রাদার্সের ২.৫৬ শতাংশ এবং বেঙ্গল উইন্ডসোরের শেয়ার দর ২.৫৫ শতাংশ কমেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর