ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির ৫৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ১ কোটি ৩০ লাখ ৭ হাজার ২৬৩টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৩৮ লাখ ২৯ হাজার ৩৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৫৭ লাখ টাকা।
বেক্সিমকো তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২৩ লাখ ৭৮ হাজার ৬৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৫৭ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, জিএসপি ফিন্যান্স, জেনেক্স ইনফোসিস, লাফার্জহোলসিম, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ইয়াকিন পলিমার ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
আওয়াজ, ৩ এপ্রিল ২০২২