• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ অপরাহ্ন
  • English Version

আজ শেয়ার বাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

বিজনেস ডেস্ক / ৯৯ ফেসবুক শেয়ার
আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
bd business news,

আজ শেয়ার বাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে । এদিন ডিএসইতে লেনদেন ১১’শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এর আগে গত ৮ নভেম্বর ডিএসইতে ১ হাজার ৪৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৮৯ কোটি ৬৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯১টির।

 

আওয়াজ ডটকম ডটবিডি, ২৪ মে ২০২৩


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর