আসল প্রযুক্তি পণ্যের নিশ্চয়তা দিচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের কম্পিউটার ও প্রযুক্তি পণ্যের দেশের শীর্ষ বিশেষায়িত মার্কেট বিসিএস কম্পিউটার সিটি। আজ ২২টি কেক কেটে ইংরেজি নতুন বছর বরণ উপলক্ষে এ ঘোষণা দেন বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এল মজাহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী)। তিনি বলেন, প্রযুক্তি পণ্যের বিশেষায়িত মার্কেট হিসেবে কম্পিউটার সিটি প্রতিষ্ঠার ২২ বছর পূর্ণ করেছে। এ মার্কেটের বিশেষত্ব হচ্ছে, এখানে নকল পণ্য এবং পুরাতন পণ্য বিক্রয়ের সুযোগ নেই। উন্নত সেবা, যুক্তিসঙ্গত মূল্য, সেরা মান ও সেরা পণ্য কেনার জন্য বিসিএস কম্পিউটার সিটির বিকল্প সারাদেশেও নেই। নতুন বছরের মাঝামাঝি সময়ে মেট্রোরেল চালু হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মেট্রোরেল চালু হলে নতুন মাত্রা পাবে বিসিএস কম্পিউটার সিটি। গ্রাহকদের দীর্ঘ দুই দশকের আস্থা ধরে রাখতে সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।
অনুষ্ঠানে এ সময় বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির নেতারাসহ মার্কেটের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।