• শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
  • English Version

ইসলামী ব্যাংক থেকে ১১ প্রতিষ্ঠানের ৯,১৩৫ কোটি টাকা ঋণ ছাড় বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক

বিজনেস ডেস্ক / ১৩৪ ফেসবুক শেয়ার
আপডেট সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
bd business news

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কোম্পানিকে ঋণ ছাড় বন্ধ রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক…

ইসলামী ব্যাংক থেকে ১১ প্রতিষ্ঠানকে আগ্রাসীভাবে ঋণ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কোম্পানিকে ৯ হাজার ১৩৫ কোটি টাকা ঋণ ছাড় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘আমাদের একটি টিম ব্যাংকটি পরিদর্শন করে এসব অনিয়মের ব্যাখ্যা চেয়েছে। এ-সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে’।

এদিকে  ইসলামী ব্যাংকে বড় ধরনের ঋণ অনিয়মের ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক কর্তৃপক্ষটির মুখপাত্রও কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেছেন, ইসলামী ব্যাংকের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি টিম কাজ করবে।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘ইতোমধ্যে তারা দুদিন ইসলামী ব্যাংকে গেছেন। তারা আরও চারদিন সেখানে যাবেন’।

 

সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

 

আওয়াজ ডটকম ডটবিডি, ৩০ নভেস্বর ২০২২


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর