ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে আগামী ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যপি ডিজিটাল বাংলাদেশ মেলার আয়োজন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল সংযুক্তিসহ ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি তুলে ধরাই এই মেলার মূললক্ষ্য। ডিজিটাল বাংলাদেশ মেলার এ বছরের মূল প্রতিপাদ্য ‘ ডিজিটাল বাংলাদেশের, সংযুক্তির মহাসড়ক। ফাইভ-জিসহ মেলায় ডিজিটাল প্রযুক্তি ও ডিজিটাল সংযুক্তির প্রয়োজনীয়তা ও ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এই মেলার মূল লক্ষ্য।
এই উপলক্ষ্যে ২৫ জানুয়ারি বুধবার বিকাল ৪.০০ ঘটিকায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সংবাদ সম্মেলনে বক্তবব্য রাখবেন।
ডাক ও টেলিযোাগযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান এবং ডাক ও টেলিযোাগাযোগ বিভাগের অধীন অধিদপ্তর ও সংস্থা প্রধানগণ উপস্থিত থাকবেন। মেলা আায়োজনের সহযোগিতায় রয়েছে আইএসপিএবি।
আওয়াজ ডটকম ডটবিডি, ২৫ জানুয়ারী ২০২৩