সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ১৩৯টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৭১ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৭ কোটি ৪৩ লাখ টাকা।
সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৮ লাখ ৮০ হাজার ৩৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ৩৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, লাফার্জহোলসিম বাংলাদেশ, প্রভাতি ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, স্কয়ার ফার্মাসিটিক্যালস, নাহি অ্যালুমিনিয়াম ও জেমিনি সী ফুড লিমিটেড।
আওয়াজ, ১৫ এপ্রিল ২০২২