• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ন
  • English Version

গেল সাপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ

বিজনেস ডেস্ক / ৫৭ ফেসবুক শেয়ার
আপডেট সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
bd business news

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৩.৯২ শতাংশ বেড়েছে।ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৮০ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৬ কোটি ২ লাখ ৩৪ হাজার  টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ফাউন্ডারি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪২.০৪ দশমিক  শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৩০ লাখ ৮২ হাজার  টাকা।

এএমসিএল প্রাণ লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩০ দশমিক ৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪০ কোটি ৫০ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ১০ লাখ ১৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস, আরএকে সিরামিকস, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, আনোয়ার গ্যালভানাইজিং ও ওয়াটা কেমিক্যাল লিমিটেড।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর