• বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন
  • English Version

জাহাজ বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা ৪ হাজার পর্যটক

ভ্রমণ ডেস্ক / ৬৯ ফেসবুক শেয়ার
আপডেট সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
coxbazar news

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার কারণে দ্বীপটিতে প্রায় চার হাজার পর্যটক আটকা পড়েছেন।

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার জেলা প্রশাসন একদিনের জন্য সেন্টমার্টিনগামী সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে।

অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় একদিনের জন‍্য জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় পর্যটকদের আবাসিক হোটেলের কক্ষ ভাড়া ৫০% ছাড় দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, আবহওয়া পরিস্থিতির উন্নতি হলে জাহাজ চলাচল আবার শুরু হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, হঠাৎ জাহাজ বন্ধ হওয়ায় চার হাজার পর্যটক আটকা পড়লেও এ সংখ্যা আরও কমতে পারে। কারণ অনেক পর্যটকের নিজ উদ‍্যোগে সেন্টমার্টিন ত‍্যাগের সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর