আর্থিক লেনদেন সহজ ও সাশ্রয়ী করতে দেশের অন্যতম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ট্রাস্ট আজিয়াটা পে ‘ট্যাপ’ ও ট্রাস্ট ব্যাংক’র মধ্যে অ্যাড মানি সার্ভিস চালু হয়েছে।
এখন থেকে ট্রাস্ট ব্যাংক হতে ট্যাপ গ্রাহকরা তাদের ওয়ালেটে খুব সহজে অ্যাড মানি করতে পারবেন। ভবিষ্যত লেনদেনের সুবিধার্থে গ্রাহক তার ট্রাস্ট ব্যাংক একাউন্টটি সংরক্ষণও করতে পারবেন।
এ বিষয়ে ট্যাপ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান নাজমুল হাসান বলেন, এই সার্ভিসের ফলে ‘ট্যাপ’ ও ট্রাস্ট ব্যাংকের গ্রাহকদের আন্ত:লেনদেনে সময় ও অর্থ বাঁচবে। একই সাথে গ্রাহকদের লেনদেন প্রক্রিয়াও ঝামেলাহীন ও ঝুঁকিমুক্ত হবে।
তিনি বলেন, গ্রাহকরা ব্যাংক থেকে যে কোনো ‘ট্যাপ’ অ্যাকাউন্টে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন। আর এভাবে প্রতি মাসে সর্বমোট তিন লাখ টাকা পর্যন্ত অ্যাড মানি করা যাবে।
ট্রাস্ট ব্যাংক ছাড়াও ট্যাপ এর গ্রাহকরা বর্তমানে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক হতে তাদের ওয়ালেটে অ্যাড মানি করতে পারছেন।
আওয়াজ ডটকম ডটবিডি, ২১ জুলাই ২০২২