• বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন
  • English Version

ডা. মুরাদের আপত্তিকর বক্তব্যের ৩৮৭টি লিংক শনাক্ত

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ৬০ ফেসবুক শেয়ার
আপডেট সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
bd national news,

ফেসবুক ও ইউটিউবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুরুচিপূর্ণ ৩৮৭টি লিংক শনাক্ত করেছে বিটিআরসি।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করেছে বিটিআরসি।

বিটিআরসির আইনজীবী রেজা-ই রাকিব আদালতে জানান, বিটিআরসি সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের কুরুচিপূর্ণ বক্তব্যের ২৭২টি লিংক ফেসবুকে এবং ১১৫টি লিংক ইউটিউবে শনাক্ত করেছে। এর মধ্যে ফেসবুক থেকে ১৫টি ও ইউটিউব থেকে ২টি লিংক ইতোমধ্যে সরানো হয়েছে। বাকি লিংকগুলোর সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও তিনি জানান, ফেসবুক কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে ২০০টি লিংক শনাক্ত করেছে।

এ বিষয়ে আদালত বলেন, এ ধরনের কন্টেন্ট সরানোর জন্য বিটিআরসির একটি ভিজিলেন্ট টিম থাকা উচিত। একইসাথে, প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও অনলাইন থেকে সরানো নির্দেশ দিয়েছেন। এছাড়া, ডা. মুরাদ হাসানের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর