• শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন
  • English Version

ডিএসইতে আজ লেনদেন ৫০৭ কোটি ৫৭ লাখ টাকা

বিজনেস ডেস্ক / ৬৩ ফেসবুক শেয়ার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
bd business news

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও আর্থিক লেনদেনে উন্নতি হয়েছে। এছাড়া অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ইতিবাচক ধারায় ফিরেছে।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২১৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.১ পয়েন্ট কমেছে এবং ডিএসই-৩০ সূচক ০.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫৮ পয়েন্টে এবং ২১৯৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৫০৭ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৪ কোটি ৮৫ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫৩২ কোটি ৪২ টাকার।

ডিএসইতে আজ ৩৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫২টির বা ১৫.৫৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১১১টির বা ৩৩.২৩ শতাংশের এবং ১৭১টির বা ৫১.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৩৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকে বসুন্ধরা পেপারের ৩০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৮ কোটি ৮ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৫৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দর বেড়েছে, কমেছে ৪৪টির আর ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

আওয়াজ ডটকম ডটবিডি, ১২ জানুয়ারী ২০২৩


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর