• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
  • English Version

ঢাকা-কক্সবাজার ট্রেনের আগাম টিকিট বিক্রি পেছালো

ভ্রমণ ডেস্ক / ৬৫ ফেসবুক শেয়ার
আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

ঢাকা-কক্সবাজার বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট বিক্রি পিছিয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে টিকিট বিক্রির কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিরউদ্দিন চৌধুরী জানান, প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় মঙ্গলবার থেকে টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে না। কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে। প্রথম দিন থেকে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলবে এই রুটে। সে মোতাবেক ভাড়াও নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ২১ নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরুর কথা জানিয়েছিল রেলওয়ে।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের বাণিজ্যিক দূরত্ব ৫৩৫ কিলোমিটার। এ পথে ঢাকা থেকে শোভন চেয়ারের টিকিট ৫০০ টাকা, এসি চেয়ার (স্নিগ্ধা) ৯৬১ টাকা, প্রথম শ্রেণীর চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণীর বার্থ / সিট ১১৫০ টাকা এবং এসি বার্থের টিকিট ১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

আওয়াজ ডটকম ডটবিডি, ২০ নভেম্বর ২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর