ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- তমিজ উদ্দিন টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেড।
তমিজ উদ্দিন টেক্সটাইলের শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে ওয়েস্টার্ন মেরিনের শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের শেয়ার দর ৯.৩৫ শতাংশ ১ টাকা বৃদ্ধি পেয়ে ১১.৭০ টাকায় লেনদেন হয়েছে।
আওয়াজ ডটকম ডটবিডি, ৩০ মে ২০২২