আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটির মধ্যে জুট স্পিনার্সের শেয়ারের সর্বশেষ ক্লোজিং দর ছিল ৩০৯ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটি শেয়ার লেনদেন শুরু করেছে ৩১৯ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩৬ টাকা ৯০ পয়সায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২৭ টাকা ১০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে।
এদিকে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির লেনদেন আজ থেকে শুরু হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু করেছে ১৩ টাকা ৩০ পয়সায়। কোম্পানিটির শেয়ার দর আজ ১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।
আওয়াজ ডটকম ডটবিডি, ১৮ ডিসেম্বর ২০২২