ডিএসইতে আজ বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এত কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার ও কেয়া কসমেটিকস লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১১টা ১১ মিনিট পর্যন্ত কেয়া কসমেটিকসের স্ক্রিনে ৬৪ লাখ ২৯ হাজার ৩৪২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে বসুন্ধরা পেপার মিলের স্ক্রিনে ৩ লাখ ৯৫ হাজার ৫১৯টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আওয়াজ ডটকম ডটবিডি, ৩১ আগস্ট ২০২২