• শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:২২ অপরাহ্ন
  • English Version

দেশের বাজারে সাড়ে ৩৪ লাখ টাকায় হুন্দাই ক্রেটা

অটোমোবাইল ডেস্ক / ১০৪ ফেসবুক শেয়ার
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
ছবি: বণিক বার্তা

দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল ব্র্যান্ড হুন্দাই মোটরসের ‘হুন্দাই ক্রেটা’ এসইউভি বাংলাদেশে সংযোজনের পর পাওয়া যাবে ৩৪ লাখ ৫০ হাজার টাকায়। এ ঘোষণা দিয়েছে পরিবেশক ফেয়ার টেকনোলজি।

এক সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে একটি শো রূমে ফেয়ার টেকনোলজির পরিচালক মুতাসসিম দায়ান এ তথ্য জানান।

আরও বলেন, এতদিন ফেয়ার গ্রুপ ইন্দোনেশিয়া থেকে এনে হুন্দাই ক্রেটা বিক্রি করত, দাম ছিল প্রায় ৪৩ লাখ টাকা।

সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কের ফেয়ার টেকনোলজি হুন্দাই ফ্যাক্টরিতে এসইউভি গাড়ির সংযোজন শুরু হয়েছে। সেখানে হুন্দাইয়ের আরও কিছু মডেলের গাড়ি উৎপাদন হবে।

মুতাসিম দায়ান বলেন, অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে হুন্দাইয়ের সঙ্গে আমরা কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছি। ফেয়ার টেকনোলজির হুন্দাই অটোমোবাইল ফ্যাক্টরির গত ১৯ জানুয়ারি আনুষ্ঠানিক যাত্রা করেছে। আমাদের বহু দিনের স্বপ্ন ছিল, বাংলাদেশের রাজপথে চলবে দেশে উৎপাদিত গাড়ি। সেই স্বপ্ন আজ বাস্তবতায় রূপ নিয়েছে।

আরও বলেন, সরকার এরই মধ্যে স্থানীয় পর্যায়ে গাড়ি উৎপাদনে নীতি সহায়তা দিয়েছে। যার ফলশ্রুতিতেই আমরা এই কারখানা স্থাপন করতে সক্ষম হয়েছি।

অনুষ্ঠানে জানানো হয়, হুন্দাই ক্রেটার গ্রাহকরা পাবেন ৫ বছর বা এক লাখ কিলোমিটার মাইলেজ পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা, যা আমদানিকৃত গাড়িতে ৩ বছর ছিল। এছাড়া রয়েছে বাই-ব্যাক সুবিধা। ৩ বছর বা ৪০ হাজার কিলোমিটার মাইলেজের মধ্যে ক্রয়মূল্যের সর্বোচ্চ ৬০ শতাংশ দামে বাই-ব্যাক সুবিধা থাকছে।

এক প্রশ্নের উত্তরে জানানো হয়, গাজীপুরের কারখানায় প্রায় এক হাজার যন্ত্রাংশ সংযোজন করে ফেয়ার টেকনোলজি। পাশাপাশি রঙও করা হয়। সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতিমালা অনুযায়ী এটি বাংলাদেশের তৈরি গাড়ির মর্যাদা পেয়েছে। সে কারণেই কোম্পানি এত কম দামে গাড়ি বাজারজাত করতে পারছে।

 

আওয়াজ ডটকম ডটবিডি, ২৪ জানুয়ারী ২০২৩


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর