• বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১২:৪৩ অপরাহ্ন
  • English Version

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক / ৬৩ ফেসবুক শেয়ার
আপডেট সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে প্রথম জয় টাইগারদের। আর সব ফরম্যাট মিলিয়ে প্রতিপক্ষের মাটিতেও এটা প্রথম জয় বাংলাদেশের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নকে ৮ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে মুমিনুলের দল। ম্যাচে ৭ উইকেট শিকারে এবাদত হোসেন হয়েছেন ম্যাচসেরা।

নতুন বছরে স্বপ্নের শুরু, সাদা পোশাকে টাইগারদের রঙিন যাত্রা। ব্যর্থতার ধারাবাহিক গল্পের বিপরীতে, এমন জয় আসবে ভাবেননি অনেকেই। টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে সাদা পোষাকে নতুন গল্প লিখেছে টাইগাররা।

সাকিব-তামিমদের মতো অভিজ্ঞদের ছাড়াই তারুণ্যনির্ভর দলটির ইতিহাস গড়া পারফরম্যান্স। মুমিনুলের নেতৃত্বে লিটন-জয়-শান্তরা যেন আরও সাহসী। বার্তা দিয়ে রেখেছে নতুন বাংলাদেশের জন্য।

বাংলাদেশের সকালের যেখানে আড়মোড়া কাটেনি, ১২ হাজার কিলোমিটার দূরে ভক্তদের উল্লাসে মাতাতে টাইগাররা গড়ে দিয়েছে ঐতিহাসিক জয়ের রেকর্ড। সব ফরম্যাট মিলিয়ে ৩৩ চেষ্টার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এলো আরাধ্য জয়। সাথে ব্ল্যাক ক্যাপদের নিজের মাঠে ১৭ টেস্টের অপরাজেয় যাত্রা থামাল মুমিনুলের দল।

ইতিহাস গড়তে ছোট লক্ষ্য টাইগারদের। সাদমানের দ্রুত বিদায় ও শান্তর ১৭ কোনটাই জয়ে বাধা হতে পারেনি। শেষ পর্যন্ত মুমিনুল-মুশফিকের ব্যাটে জয়োল্লাস।

শেষ দিনের শুরুটাও প্রত্যাশিত। রস টেলরকে বিপজ্জনক হতে দেননি এবাদত। অভিজ্ঞ কিউই ব্যাটারের প্রতিরোধ ভেঙে প্রথমবার ৫ উইকেটের ল্যান্ডমার্কে সিলেট এক্সপ্রেস।

এবাদতের ষষ্ঠ শিকার কাইল জেমিসন। শরিফুলের ক্যাচ নেয়াতে স্পষ্ট দলগত সমন্বয় উজ্জ্বীবিত টাইগাররা।

পরে ধ্বংসযজ্ঞে যোগ দেন তাসকিন। রাভিন্দ্রকে ফিরিয়ে তার উইকেটের জোড়া পূর্ণ। স্পিডস্টারের তৃতীয় শিকার টিম সাউদি। টেন্ট বোল্টের ক্ষিপ্রতা থামান মিরাজ। কিউইরা অলআউট ১৬৯ রানে।

শেষ দিন প্রথম সেশনেই শেষ প্রথম টেস্ট। ম্যাচের পুরোটায় দাপট রেখে জয়ের পর টাইগারদের চোখ এখন সিরিজে। একটা ইতিহাস গড়া যেখানে শেষ, সেখান থেকেই শুরু আরেকটা ইতিহাসের পথে যাত্রা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসগড়া জয় দলের সবার অবদানের কথা বলেছেন অধিনায়ক মুমিনুল হক। এখান থেকে টাইগার ক্রিকেটের নতুন পথচলা শুরুর কথাও জানিয়েছেন টেস্ট অধিনায়ক। অন্যদিকে, সিরিজে পিছিয়ে পড়ে হতাশ নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম দ্বিতীয় টেস্টে ঘুরে দাড়ানোর লক্ষ্য জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর