• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন
  • English Version

‘পুঁজিবাজারের স্থিতিশীলতা ও উন্নয়নে সচেষ্ট থাকবে বাংলাদেশ ব্যাংক’

বিজনেস ডেস্ক / ৭৭ ফেসবুক শেয়ার
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
bd business news,

আর্থিক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পুঁজিবাজারের সার্বিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অতীতের মত আগামী ২০২২-২৩ অর্থবছরেও সচেষ্ট থাকবে।

আগামী অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতিতে এ কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির।

উল্লেখ্য যে, পুঁজিবাজারে তারল্য সরবরাহ বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় আবর্তনশীল ভিত্তিতে পুনঃবিনিয়োগযোগ্য পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিলের আকার ১৫৩ কোটি টাকা বৃদ্ধি করে ১০০৯ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল হতে ২৮০ কোটি টাকা ছাড় করার পাশাপাশি পুঁজিবাজারে প্রতিটি ব্যাংকের বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুবিধার আওতায় রেপোর মাধ্যমে ২১৮কোটি টাকা দেয়া হয়েছে যা পুঁজি বাজারের তারল্য বাড়াতে সাহায্য করেছে।

 

আওয়াজ ডটকম ডটবিডি, ৩০ জুন ২০২২


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর