• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন
  • English Version

প্রিমিয়ার সিমেন্ট ৩১০ কোটি টাকা উত্তোলন করবে

বিজনেস ডেস্ক / ৪৪ ফেসবুক শেয়ার
আপডেট সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
bd business news

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ৩১০ কোটি ৭৫ লাখ টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কমিশনের ৮১১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, Premier Cement Mills Limited এর ৩১০.৭৫ কোটি টকিরি Fully Redeemable, Non-convertible, Non-participating, Cumulative Preference shares ইস্যুর পস্তাব অনুমোদন করেছে, যার মধ্যে ২৩৫.৭৫ কোটি টাকা সম্ভাব্য বিনিয়োগকারীদের নিকট প্রাইভেট প্রেসমেন্টর মাধ্যমে ইস্যু করা হবে যার মেয়াদ হবে ০৫ বছর এবং ৭৫ কোটি টাকা স্পন্সর শেয়ারহোল্ডার/পরিচালকদের নিকপ ইস্যু করা হবে যার মেয়াদ হবে ১২ বছর। প্রাইভেট প্রেসমেন্টর মাধ্যমে ইস্যু করা Preference shares এর ডিভিডেন্ড হার ৬.২৫%-৭.৭৫% এবং স্পন্সর শেয়ারহোল্ডার/পরিচালকদের নিকট ইস্যু করা Preference shares এর ডিভিডেন্ড হার ০%। উল্লেখ্য, এই Preference shares এর অভিহিত মূল্য ২৫ লাখ টাকা। এই Preference shares ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে Premier Cement Mills Limited ব্যালেন্স শীট পুন:গঠন, আর্থিক ব্যয় কমানো, মুনাফা বৃদ্ধি এবং আর্থিক সূচকগুলোর উন্নতি করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর