• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন
  • English Version

ফু-ওয়াং ফুডসের লেনদেন ছাড়ালো ২০০ কোটি টাকা

বিজনেস ডেস্ক / ১৮৫ ফেসবুক শেয়ার
আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩

সমাপ্ত সপ্তাহে ৩ হাজার ৫৮৫ কোটি ৭৪ লাখ ৮২ হাজার ১৫৫ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আলোচ্য সপ্তাহে ২০০ কোটি টাকার বেশি শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে ডিএসইতে ফু-ওয়াং ফুডসের ৭ কোটি ৭৭ লাখ ৪ হাজার ৯৭১টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ছিল ২০৮ কোটি ৪৭ লাখ ৩১ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৯৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের লেনদেন হয়েছে ৯৮ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার।

বিমা খাতের রুপালী লাইফ ইন্স্যুরেন্সের গত সপ্তাহে ৯৫ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর জেএমআই হসপিটাল রিকুইজিটের শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ৫৩ হাজার টাকার শেয়ার।

এছাড়াও মেঘনা লাইফ ইন্সুরেন্সে ৬৫ কোটি ৩৬ লাখ ৯ হাজার, ইন্ট্রাকো সিএনজির ৬২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার, অ্যালিম্পিক অ্যাক্সেসরিজের ৬১ কোটি ১৯ লাখ ১৪ হাজার, ফু-ওয়াং সিরামিকের ৬১ কোটি ৫ লাখ ৯২ হাজার এবং আলিফ ম্যানুফেকচারিংয়ের ৫৩ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

আওয়াজ ডটকম ডটবিডি, ০৮ জুলাই ২০২৩


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর