• বুধবার, ০৭ জুন ২০২৩, ১২:৪৬ অপরাহ্ন
  • English Version

ফ্রিল্যান্সার নাদিয়ার বিশেষ দৃশ্যে অভিনয়ে অভিষেক হচ্ছে আইসিটি প্রতিমন্ত্রী পলক

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক / ৬৬ ফেসবুক শেয়ার
আপডেট সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
bd tech news

দেশের প্রথম ও বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ আবারও নিয়ে এলো বঙ্গ বব (বেজড অন বুক) সিজন ২। এবারের বব সিজনের টেলিফিল্ম ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ তে একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক। টেলিফিল্মটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

বব সিজন-২ এর মধ্য দিয়ে বঙ্গ এই ঈদে নিয়ে এসেছে জনপ্রিয় সাতটি বইয়ের গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম। এর মধ্যে জনপ্রিয় লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলামের উপন্যাস ‘ফ্রিল্যান্সার নাদিয়া’–ও আছে। টেলিফিল্মটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত ও নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীনসহ অনেকেই। নারীর ক্ষমতায়নের উপর নির্মিত এই টেলিফিল্মে বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক। এর আগেও বঙ্গ বব সিজন ১- এ ‘চরের মাস্টার’ টেলিফিল্ম এর প্রচারণায় এক বিশেষ লাইভ প্রোগ্রামে মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী উপস্থিত থেকে বঙ্গ বব টিমকে উৎসাহ দিয়েছিলেন।

‘ফ্রিল্যান্সার নাদিয়া’ টেলিফিল্মটির গল্প এগিয়েছে এক মেধাবী ও সংগ্রামী গৃহবধূকে ঘিরে, যে শ্বশুরবাড়ির সমস্যায় জর্জরিত হয়ে ও আর্থিক সচ্ছলতা আনতে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ফ্রিল্যান্সার হিসেবে গ্লোবাল মার্কেটপ্লেসে কাজ শুরু করে। কিন্তু এখানেই তার সংগ্রাম শেষ হয় না, জীবনে আসে এক অনাকাঙ্খিত মূহুর্ত।

‘ফ্রিল্যান্সার নাদিয়া’ একটি অনুপ্রেরণামূলক টেলিফিল্ম বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে আমি যখন যাই এবং নারীদের সাথে আমার কথাবার্তা হয়, তখন বুঝতে পারি তাদের বেশিরভাগই দাম্পত্য জীবনে দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ জীবনযাপন করে। তাদের ইচ্ছা হয় পড়ালেখা করার বা অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখার। সেরকম একটি অবস্থান থেকে নারীদের জন্য রাহিতুল ইসলাম যে অসাধারণ প্রেক্ষাপটে তার গল্প সাজিয়েছেন ও বঙ্গ সেই গল্প পর্দায় ফুটিয়ে তুলতে নির্বাচন করেছে, তারা উভয়ই যথেষ্ট প্রশংসার দাবীদার!’

বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার জনাব মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘সাহিত্যের গল্পগুলো তো আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। আমাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিলো প্রথাগত ধারার বাইরে জীবনমুখী সাহিত্য নিয়ে কাজ করার। সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমরা আবারও ফিরে এসেছি বঙ্গ বব সিজন ২ নিয়ে।

বঙ্গ বব সিজন ১ এ আমরা দর্শকদের যে আস্থা ও ভালোবাসা পেয়েছি তা এবারও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। এছাড়াও আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ভাইকে, যিনি আমাদের উদ্যোগে সবসময় পাশে থেকে উৎসাহ ও সমর্থন দিয়েছেন।’

টেলিফিল্মটির রচয়িতা জনপ্রিয় লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলাম বলেন, ‘নারী ফ্রিল্যান্সারদের জীবনের গল্প শুনে এই গল্পের প্লটটি আমার মাথায় আসে। বঙ্গকে ধন্যবাদ তাদের দ্বিতীয় সিজনে গল্পটি বাছাই করার জন্য।’

বঙ্গ বব সিজন ২ ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ টেলিফিল্মটির বর্তমানে শুটিং চলছে। আসছে ঈদে তা প্রচারিত হওয়ার কথা রয়েছে।

আওয়াজ, ৫ এপ্রিল ২০২২


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর