• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন
  • English Version

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা : সালমান এফ রহমান

বিজনেস ডেস্ক / ৬৭ ফেসবুক শেয়ার
আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
bd business news

যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বেশি পরিমাণে বিনিয়োগ করতে আগ্রহী বলেছেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

‍আজ সোমবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও বাংলাদেশে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে এক আলোচনার পর সালমান এফ রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর উপায়সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে বৃটিশ এমপি রুশনারা আলী বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক একটি সুদৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে এবং এ ক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ এই সংসদ সদস্য আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে একসঙ্গে কাজ করার অনেক ক্ষেত্র আছে, আমরা এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।’

রুশনারা আলী বলেন, ‘বাংলাদেশে অনেক ব্রিটিশ কোম্পানি রয়েছে এবং আরও অনেক ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা পরিচালনার আগ্রহ প্রকাশ করছে।’

সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। ইতিমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে । পরিবেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিনিয়োগকারীদের প্রবেশের অনুকূল পরিবেশের কথা বলেছেন। তাকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানের বিমানবন্দর পরিষেবা নিশ্চিত করার জন্য তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হচ্ছে এবং টার্মিনালটির নির্মাণ কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে।

বৈঠকে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনও উপস্থিত ছিলেন।

 

আওয়াজ, ২৮ মার্চ ২০২২


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর