• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ন
  • English Version

বাজারে শাওমির নতুন স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ১৩০ ফেসবুক শেয়ার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

কোন উৎসব উপলক্ষে নতুন কিছু পেলে সবার আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। আর তাই গ্লোবাল টেক ব্র্যান্ড শাওমি দুর্গাপূজার ঠিক আগেই বাংলাদেশে নিয়ে এসেছে এর বেশ কিছু নতুন ডিভাইস। পূজার আমেজকে আরও বাড়িয়ে তুলতে, শাওমি এনেছে এর নতুন দুটি স্মার্টফোন রেডমি ১২সি এবং রেডমি এটু প্লাস।

রেডমি ১২সি স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টাকোর প্রসেসর। এর ডিসপ্লেটি হলো ৬.৭১ ইঞ্চির একটি এইচডি+ ডিসপ্লে। মূল্যছাড়ের পর স্মার্টফোনটির ৪জিবি+৬৪জিবি মডেল ১১,৯৯৯ টাকায়, ৪জিবি+১২৮জিবি মডেল ১২,৯৯৯ টাকায়, এবং ৬জিবি+১২৮জিবি মডেল ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

এছাড়া সম্প্রতি রেডমি এটু প্লাস নামে নতুন স্মার্টফোন বাজারে এনেছে শাওমি বাংলাদেশ। ফোনটিতে আছে দুটি ভেরিয়েন্টে। সব ধরনের গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ফোন দেয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে এই স্মার্টফোনটি।রেডমি এটু প্লাস এর ৩জিবি+৬৪জিবি মডেলটির দাম ৯,৯৯৯ টাকা এবং ৪জিবি+৬৪জিবি মডেলটির দাম ১০,৯৯৯ টাকা।

 শাওমির এই সকল ডিভাইস গ্রাহকদের জন্য এখন পাওয়া যাচ্ছে দেশের অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোর এবং অন্যান্য রিটেইল চ্যানেলে।

 

আওয়াজ ডটকম ডটবিডি, ১৯ অক্টোবর ২০২৩


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর