• বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন
  • English Version

বিজিডি ই-গভ সার্ট কর্তৃক নিজস্ব ই-কেওয়াইসি সফটওয়্যার তৈরী

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ৫৭ ফেসবুক শেয়ার
আপডেট সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
bd tech news

অনলাইনে নাগরিকদের পরিচয় যাচাই (biometrically authenticate) করে, যেকোনো রকমের সরকারি/বেসরকারি সেবার ফর্ম যেন অনলাইনেই মিনিটের মধ্যেই ডিজিটালি স্বাক্ষর করে সাবমিট করতে পারে এ জন্য বিজিডি ই-গভ সার্ট হতে একটি প্ল্যাটফর্ম তৈরী করা ‍হয়েছে।

এই সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ এর তথ্য আর একটি লাইভ ছবি তুলে – realtime-এ machine learning ভিত্তিক অত্যাধুনিক facial-matching প্রযুক্তির মাধ্যমে যেকোন ব্যক্তির জাতীয় পরিচয় যাচাই করা সম্ভব। এ সফটওয়্যার বিজিডি ই-গভ সার্ট এর সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম নিজেরা গবেষণার মাধ্যমে উন্নয়ন করেছে। এ সফটওয়্যারের মাধ্যমে সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে e-KYC (Know Your Customer)-র মাধ্যমে সেবা গ্রহণকারীর পরিচয়  নিরবিচ্ছিন্নভাবে যাচাই করা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর