হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠীর সংগে সম্পৃক্ত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. হারুন অর রশিদ। রবিবার (২৫ এপ্রিল) বিকালে ডিসি কার্যালয়ে সাংবাদিকদের সংগে আলাপকালে তিনি এই তথ্য জানান।
সাতদিনের রিমান্ডে মামুনুল হক-এর কাছ থেকে প্রাপ্ত তথ্যসমূহ গণমাধ্যমকে জানানোর সময় তিনি একথা বলেন। তবে মামুনুল হক-এর সংগে পাকিস্তানের কোন জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা পাওয়া গেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ডিসি হারুন। এমনকি ওই জঙ্গি গোষ্ঠীর নামও তিনি বলেননি।
ডিসি হারুন বলেন, মামুনুল হককে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্ববপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার মধ্যে অন্যতম হলো তিনি বাবরি মজসিদের নাম ভাঙিয়ে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে টাকা নিতেন। পাশাপাশি পাকিস্তানের এটি জঙ্গি গোষ্ঠী্ সংগে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।