• শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন
  • English Version

মিনিস্টারের টিভি কিনে কাতার ভ্রমনের টিকিট পেলেন হেমায়াতপুরের অজিফা খাতুন

বিজনেস ডেস্ক / ৪৬ ফেসবুক শেয়ার
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপের জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। সেই জ্বরের হাওয়া  লেগেছে মিনিস্টার এর পণ্য বিক্রিতেও। সমসাময়িক পণ্যে চোখ ধাধানো সব অফারে বেড়েছে শো-রুম গুলোতে ক্রেতাদের ভিড়। অনেকটাই ব্যস্ত সময় পার করছেন শো-রুম গুলোর কর্মকর্তা কর্মচারীগণ। বিশ্বকাপ উপলক্ষে মিনিস্টারে চলছে “দেশ কাঁপানো অফার”। সেই দেশ কাঁপানো অফারে মিনিস্টার ৪৩’’ গুগুল ভয়েস কন্ট্রোল টিভি কিনে কাতার ভ্রমণের এয়ার  টিকিট পেলেন সাভার হেমায়েতপুরের মোছাঃ অজিফা খাতুন। সম্প্রতি সাভারস্থ হেমায়েতপুর থেকে টিভি কিনে এ অফার জিতে নিয়েছেন তিনি। তিনি জামুর, হৃষিপাড়া, হেমায়েতপুরের বাসিন্দা।

বিশ্বকাপে “দেশ কাঁপানো অফার” উপলক্ষে মিনিস্টারের যে কোনো পণ্য কিনলে গ্রাহক পাচ্ছেন বিশেষ স্ক্র্যাচ কার্ড, যা ঘষে পেতে পারেন কাতার ভ্রমণের এয়ার টিকিট। এছাড়াও ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, প্রিয় দলের জার্সিসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার।

মিনিস্টারের এই অবিশ্বাস্য পুরস্কার পেয়ে তিনি অত্যন্ত খুশি। মিনিস্টার মাইওয়ান গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি কাতার যাওয়ার এয়ার টিকিট পুরস্কার পেয়েছি। নিজের কাছে পুরো ঘটনাটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এর আগে অনেকে অনেক অফারের কথা বলত কিন্তু বিশ্বাস করিনি। নিজে পেয়ে এখন বিশ্বাস হচ্ছে। ধন্যবাদ মিনিস্টার গ্রুপকে এমন অফারের ব্যবস্থা রাখার জন্য।”

এদিকে, এলইডি টিভি, ফ্রিজ, এসিসহ ইলেকট্রনিকস বিভিন্ন পণ্য ক্রয়ে বিশেষ সুবিধাও দিচ্ছে মিনিস্টার গ্রুপ। সহজ কিস্তিতে ও অনলাইন পেমেন্টের মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাচ্ছে যে কোনো পণ্য। তাছাড়া আছে পুরোনো দিলে নতুন মেলে অফার। যে কোনো পুরোনো এসি বদলে মিনিস্টারের এসি নিলে গ্রাহক পাচ্ছেন ৩০% মূল্যছাড়! ঘরে বসে মিনিস্টারের পণ্য পেতে ভিজিট করুন https://ministerbd.net ওয়েবসাইটে।

 

আওয়াজ ডটকম ডটবিডি, ১৮ ডিসেম্বর ২০২২


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর