জিততে চলেছেন লিওনেল মেসি, রেকর্ড অস্টমবার ব্যালন ডি’অর । আগামী ৩০ অক্টোবর প্যারিসে বিজয়ীর আনুষ্ঠানিক নাম ঘোষণার ১৩ দিন আগে মঙ্গলবার এই দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’। তাদের মতে, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর স্বীকৃতিস্বরূপ ফুটবলের এই মহাতারকার হাতেই ২০২৩ সালের ব্যালন ডি’অর বর্ষসেরার পুরষ্কার তুলে দেবে ফ্রান্স ।
গত বছর ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর থেকেই সম্ভাব্য ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে সামনে আসছিলো মেসির নাম। কাতার বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার বিষয়টি নি:সন্দেহেই এগিয়ে রেখেছে ফুটবলের মহাতারকাকে। মঙ্গলবার স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘স্পোর্ত’ বিশ্বকাপের পারফরমেন্সকে গুরুত্ব দিয়ে মেসিকেই আগাম বিজয়ী ঘোষণা করেছে।
৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে ফের বিশ্ব চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে আসরজুড়ে দুর্দান্ত খেলেন অধিনায়ক মেসি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে জোড়া গোলসহ আসরে করেন সাত গোল। অ্যাসিস্ট তিনটি। জেতেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।
বিশ্বকাপের পর নতুন মৌসুমে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে গিয়েও আলো ছড়াচ্ছেন ৩৬ বছরের মেসি। তবে ফ্রান্স সাময়িকীর বেধে দেওয়া সময়টা গত বছরের পহেলা আগস্ট থেকে এ বছরের ৩১ জুলাই হওয়ায় এই পারফরমেন্স বিবেচিত হবে না। গত মৌসুমে পিএসজির জার্সিতে নিজের সেরা ছন্দে না থাকলেও ফরাসি লিগ ওয়ান শিরোপা জেতেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজি শেষ ষোলোয় বিদায় নেওয়ার আগে সাত ম্যাচে গোল তার চারটি। অ্যাসিস্টও চারটি।
বর্ষসেরার ব্যালন ডি’অরে রেকর্ড সাতবারের বিজয়ী মেসির বড়ো প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির তরুণ ফরোয়ার্ড আর্লিং হালান্ড। কদিন আগে মেসিকে টপকেই উয়েফার বর্ষসেরা পুরস্কার জেতেন নরওয়ের ২৩ বছর বয়সী ফুটবলার।
গত গ্রীস্মে সিটিতে যোগ দিয়ে মৌসুমটা স্বপ্নের মতোই কাটান হালান্ড। লিগে ৩৭ ম্যাচে ৩৬ গোল করে গড়েন নতুন রেকর্ড। অ্যাসিস্ট ছিলো আটটি। ইউরোপ সেরার মঞ্চে ১১ ম্যাচে গোল তার সর্বাধিক ১২টি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ৩৫ গোলের রেকর্ডটাও তার দখলে।
‘স্পোর্ত’-এর বরাত দিয়ে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম মেসির হাতেই ২০২৩ সালের ব্যালন ডি’অর বর্ষসেরার পুরষ্কার দেখছে। ৩০ অক্টোবর প্যারিসে ফ্রান্স সাময়িকীর ঘোষণায় মেসি নাকি হালান্ড বিজয়ী হন, সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
আওয়াজ ডটকম ডটবিডি, ১৮ অক্টোবর ২০২৩