• বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন
  • English Version

রবি’র ফোরজি মডেম-রাউটার

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক / ৪৬ ফেসবুক শেয়ার
আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
bd telecom news

গ্রাহকদের চাহিদার বিষয়টি মাথায় রেখে ডাটা সংযোগ এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট নেটওয়ার্ক সেবা প্রদানে ফোরজি এক্সট্রা পিআর৫০ পোর্টেবল ওয়াইফাই এবং এক্সট্রা ইউ৩০ মডেলের রাউটার নিয়ে আসলো দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা।

ফোরজি মডেম এবং ওয়াইফাই রাউটার দুইটির দাম যথাক্রমে ২ হাজার ১৯৯ এবং ৩ হাজার ১৪৯ টাকা। গ্রাহকরা যেকোনো ব্রডব্যান্ড ডিভাইস কেনার ক্ষেত্রে সাত দিনের মেয়াদসহ বিনামূল্যে ৪জিবি ডাটা উপভোগ করতে পারবেন। ফোরজি মডেম বা রাউটার ব্যবহারের ক্ষেত্রে রবি’র নিয়মিত ডাটা অফারগুলোও কিনতে পারবেন গ্রাহকরা।

রবি’র চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ বলেন, “রবি’র ফোরজি নেটওয়ার্ক দিয়ে আমাদের গ্রাহকদের লাইফে নতুন এক্সপেরিয়েন্স প্রদানে ফোরজি রাউটার এবং মডেম নিয়ে আসতে পারায় আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এই সাশ্রয়ী মূল্যের ডিভাইসগুলো আমাদের গ্রাহকদের ডিজিটাল জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলবে ।”

 

আওয়াজ, ২৮ মার্চ ২০২২


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর