এক হাজার ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি।
গত বুধবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৬১ তম এজিএমে গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশের অনুমোদন দেয়া হয়।
এজিএমে শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২১ সালের সমাপ্ত বছরের জন্য নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং এক হাজার ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।
ডিজিটাল প্লাটফর্মে এজিএমে অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডাররা ছাড়াও অন্যান্যদের মধ্যে চেয়ারপার্সন জনাব রাহুল মাথুর, ব্যবস্থাপনা পরিচালক জনাব বিশাল গুপ্ত, স্বাধীন পরিচালক জনাব সি. কিউ. কে. মোস্তাক আহমেদ এবং জনাব নাজিম উদ্দিন চৌধুরী, পরিচালক জনাব প্রদীপ কৃষ্ণমূর্তি, মিসেস আফরিন হুদা এবং জনাব সৌরভ মিত্র, প্রধান আর্থিক কর্মকর্তা ও পরিচালক জনাব তন্ময় গুপ্ত এবং কোম্পানি সচিব মোঃ নাজমুল আরেফিন মিটিংএ উপস্থিত ছিলেন।
আওয়াজ ডটকম ডটবিডি, ৩০ এপ্রিল ২০২২