• বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১২:৪০ অপরাহ্ন
  • English Version

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ, সাধারণ সম্পাদক সরোয়ার

নিজেস্ব প্রতিবেদক / ৬০ ফেসবুক শেয়ার
আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২

আইন, বিচার, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আশুতোষ সরকার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা।

আইন, বিচার, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২২-২৩ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আশুতোষ সরকার। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা।

শুক্রবার সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে ল’ রিপোর্টার্স ফোরামের প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উল আলম ফলাফল ঘোষণা করেন।

সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মিজান মালিক ও তোফায়েল হোসেন। দ্বিতীয় মেয়াদে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুল জাব্বার খান।

সংগঠনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক দিদারুল আলম। যুগ্ম সম্পাদক পদে জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক আরাফাত মুন্না, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোর টিভির স্টাফ রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মুখপাত্রের সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, ঢাকা মেইল ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক আমিনুল ইসলাম মল্লিক এবং ঢাকাপ্রকাশ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা হয়।

সভায় বক্তব্য দেন এলআরএফের সাবেক সভাপতি এম বদি উজ জামান ও ওয়াকিল আহমেদ হিরণ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১ নম্বর হলে হওয়া বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি স্বপন দাস গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, দিদারুল আলম দিদার, এ কে এম রফিকুল হাসান (হাসান জাভেদ), আজিজুল ইসলাম পান্নু, মনিরুজ্জামান মিশন, সংগঠনের সিনিয়র সদস্য মাহমুদুর রহমান খোকন, শংকর মৈত্র, এম এ নোমান, আবুল কাসেম, বিকাশ নারায়ণ দত্ত, সাজেদুল হক, আয়াতুল্লাহ আকতার।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।

এর আগে দুপুরে সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আশুতোষ সরকার ল’ রিপোর্টার্স ফোরামের সব সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান।

 

আওয়াজ ডটকম ডটবিডি, ১৪ মে ২০২২


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর