• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৪ অপরাহ্ন
  • English Version

শেয়ারবাজারে ৩০ ব্যাংকের সম্পদ বেড়েছে

বিজনেস ডেস্ক / ৬০ ফেসবুক শেয়ার
আপডেট সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
bd business news

২০২০ সালের মহামারী করোনা পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে চরম ধস নামে। করোনা মহামারী মোকাবেলায় লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব পরিলক্ষিত হয়। যার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়ে। একাধিকবার লকডাউনের কবলে পড়ে বাংলাদেশও। তবে এর মধ্যেও ব্যাংক খাতে আয় ও সম্পদ বেড়েছে, যা ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩২টি ব্যাংকের মধ্যে ৩০টিরই ২০২০ এর তুলনায় ২০২১ সালে সম্পদ বেড়েছে। ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক পুঁঞ্জিভুত লোকসানে রয়েছে এবং সাউথইস্ট ব্যাংকের সম্পদমূল্য কমেছে। বাকি সবগুলো ব্যাংকের সম্পদমূল্য বেড়েছে। ডিএসই সুত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পদমূল্য বেড়েছে পূবালী ব্যাংকের। ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৪০ টাকা ৭২ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৩ টাকা ৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৭ টাকা ৬৫ পয়সা।

অন্য ব্যাংকগুলোর মধ্যে-

এবি ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩১ টাকা ৮ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩১ টাকা ৬ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২ পয়সা।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২২ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২১ টাকা ১৮ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে এক টাকা ২১ পয়সা।

ব্যাংক এশিয়া: ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৩ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৩ টাকা ২ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৫০ পয়সা।

ব্র্যাক ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩৫ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩১ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৩ টাকা ৯৬ পয়সা।

সিটি ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩০ টাকা ১১ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৭ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২ টাকা ৪৬ পয়সা।

ঢাকা ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২১ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে এক টাকা ৮৪ পয়সা।

ডাচ-বাংলা ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৫৫ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫১ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৪ টাকা ৮৩ পয়সা।

ইস্টার্ন ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩২ টাকা ৭৩ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩০ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে এক টাকা ৮৬ পয়সা।

এক্সিম ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২১ টাকা ৫৭ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২০ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৯৮ পয়সা।

ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৬ টাকা ৭৪ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২ টাকা ১০ পয়সা।

আইএফআইসি ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৫৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৬ টাকা ২৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে এক টাকা ২৯ পয়সা।

ইসলামী ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৪০ টাকা ৫৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৮ টাকা ২০ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২ টাকা ৩৯ পয়সা।

যমুনা ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩২ টাকা ৭৫ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৭ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৫ টাকা ৩৮ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৩ টাকা ৯১ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২২ টাকা ৬১ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে এক টাকা ৩০ পয়সা।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২২ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২০ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে এক টাকা ২০ পয়সা।

ন্যাশনাল ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৩৮ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৭ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৩ পয়সা।

এনসিসি ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২১ টাকা ৫৭ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ টাকা ৮১ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে এক টাকা ৭৬ পয়সা।

এনআরবিসি ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৬ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৩ টাকা ৩৩ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২ টাকা ৮১ পয়সা।

ওয়ান ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৯ টাকা ৩৮ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৮ টাকা ৩০ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে এক টাকা ৮ পয়সা।

প্রিমিয়ার ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২০ টাকা ৫৮ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ টাকা ১৯ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে এক টাকা ৩৯ পয়সা।

প্রাইম ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৫ টাকা ৬২ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৪ টাকা ৬২ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে এক টাকা।

রূপালী ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৪২ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪০ টাকা ৯ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২ টাকা ১৮ পয়সা।

সাউথ বাংলা ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৪ টাকা ৪০ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৩ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৮১ পয়সা।

শাহজালাল ইসলামী ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৯ টাকা ২৫ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৭ টাকা ৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২ টাকা ১৮ পয়সা।

সোস্যাল ইসলামী ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ৭০ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৮ টাকা ৩১ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৩৯ পয়সা।

স্ট্যান্ডার্ড ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৬ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ টাকা ৪৮ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৮১ পয়সা।

ট্রাস্ট ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা ৬৭ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৫ টাকা ২৪ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২ টাকা ৪৩ পয়সা।

ইউসিবি ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৮ টাকা ৯৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৭ টাকা ৪৪ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে এক টাকা ৫৫ পয়সা।

উত্তরা ব্যাংক : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩২ টাকা ৭৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩০ টাকা ১১ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২ টাকা ৬৩ পয়সা।

এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৯ টাকা ১৪ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য কমেছে এক টাকা ৭৮ পয়সা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর