• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন
  • English Version

শোক দিবসে সাকিব আল হাসানের প্রতিজ্ঞা

খেলাধুলা ডেস্ক / ৮০ ফেসবুক শেয়ার
আপডেট সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
bd national news,

আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এদিনটিতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

টানা ৪১ দিন বায়ো বাবলে থেকে বর্তমানে পরিবারের সঙ্গে অবস্থান করছেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকেই ফেসবুকে সাকিব লেখেন, ‘শোকের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। ১৯৭৫ সালের আজকের এই দিনে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা জাতির পিতার রেখে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো বহুদূর।’

এদিকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আজ স্মরণ করতে চাই সেই দুর্ভাগ্যজনক সময়কে- যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা নিহত হয়েছিলেন। মহান এই নেতার দেশের প্রতি অবদান অবিস্মরণীয়। বাংলাদেশকে আরও উন্নত করতে আমাদের সবার যে প্রচেষ্টা, সেটা সফল হলেই কেবল বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।’

তামিম ইকবালও শ্রদ্ধা ভরে স্মরণ করছেন বঙ্গবন্ধু ও তার পরিবারকে। ফেসবুকে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের অন্যান্য শহীদদের।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর