• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
  • English Version

সিংড়া পৌরসভা নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন-পলক

নিজেস্ব প্রতিবেদক / ১৯৭ ফেসবুক শেয়ার
আপডেট সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
bd national news,

নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে ভোট দিয়েছেন নাটোর-৩(সিংড়া) আসনের সংসদ সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

এদিন সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোটকক্ষে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মন্ত্রীসভার এই সদস্য।

ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার স্বার্থে যথাসময়ে নির্বাচন আয়োজনে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে। নির্বাচনের মাধ্যমে ভোটাররা পছন্দের জনপ্রতিনিধিদের পাঁচ বছরের জন্য তাদের দায়িত্ব হস্তান্তর করছেন। আওয়ামী লীগ দেশ পরিচালনা করুক, এটাই চায় জনগণ। তাই জনগণের রায় বারবার আওয়ামী লীগের পক্ষে যায়।

পলক আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের জয় দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির প্রতি মানুষের ইতিবাচক ধারণার প্রতিফলন। এ বিষয়টি সকলের মনে রাখা উচিত। নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করা মানে গণরায়কে অবমাননা করা। নেতিবাচক রাজনীতি থেকে বিএনপি বেরিয়ে এলে তাদের জন্যই মঙ্গল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর