• শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন
  • English Version

স্মার্টফোনে ২৪০ ওয়াট চার্জিং প্রযুক্তি নিয়ে এলো রিয়েলমি

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ৪৫ ফেসবুক শেয়ার
আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
bd telecom news

ধারাবাহিকভাবে নানা উদ্ভাবন নিয়ে আসার মাধ্যমে প্রযুক্তিগতভাবে স্মার্টফোন খাতে উল্লেখযোগ্য সব পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এর ধারাবাহিকতায়, ব্র্যান্ডটি নিয়ে এসেছে ২৪০ ওয়াটের স্মার্টফোন চার্জিং সুবিধা, যা ব্যবহারকীদের স্মার্টফোন চার্জ দেয়ার অভিজ্ঞতাকে করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। চার্জিং প্রযুক্তিতে রিয়েলমি’র এই নতুন উদ্ভাবন কাউন্টারপয়েন্টের নতুন প্রতিবেদনের সাথে সামঞ্জস্যপূর্ণ। কাউন্টারপয়েন্টের নতুন প্রতিবেদন অনুযায়ী, রিয়েলমি এর ‘ডেয়ার টু লিপ’ মূলমন্ত্র বাস্তবায়নে সঠিক পথেই হাঁটছে।

২৪০ ওয়াটের স্মার্টফোন চার্জিং সুবিধা নিশ্চিত করবে দ্রুতগতির চার্জিং। এর মাধ্যমে, মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। প্রথম ব্র্যান্ড হিসেবে চীনে ২৪০ ওয়াট চার্জিং সক্ষম স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি, যার মাধ্যমে টাইপ-সি স্ট্যান্ডার্ডের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে স্মার্টফোন চার্জ দেয়া যাবে। সামনেই বিশ্বের অন্যান্য দেশে জিটি৩ স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি, যার মাধ্যমে ২৪০ ওয়াট চার্জিং প্রযুক্তি বিশ্বের সবার জন্য সহজলভ্য হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠাতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ -এ জিটি৩ উন্মোচন করবে ব্র্যান্ডটি।

আমাদের আধুনিক জীবনে ব্যস্ততার কারণে, ব্যবহারকারীরা এমন প্রযুক্তি চায় যা দ্রুত গতির চার্জিং নিশ্চিত করবে। ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে রিয়েলমি স্মার্টফোন খাতে প্রথমবারের মতো ২৪০ ওয়াটের পাওয়ার আউটপুট নিয়ে এসেছে, যা তাদের ফাস্ট-চার্জিং এর অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিবে। স্মার্টফোন চার্জ দেয়ার ক্ষেত্রে এ উদ্ভাবন এ খাতের সর্বোচ্চ মানকেই তুলে ধরে।

রিয়েলমি’র লক্ষ্য অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে তরুণ ব্যবহারকারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখা। আর এ লক্ষ্যপূরণে, ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতার মানোন্নয়নে উদ্ভাবনে অগ্রাধিকার দিয়ে স্মার্টফোনে ফাস্ট-চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছে রিয়েলমি। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এ খাতে তুলনামূলক নতুন হলেও, রিয়েলমি সকল সেগমেন্টে ব্যবহারকারীদের জন্য ফাস্ট-চার্জিং সুবিধা নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা লো-প্রাইস সেগমেন্টের স্মার্টফোনে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার ক্ষেত্রে রিয়েলমি’র প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।

 

আওয়াজ ডটকম ডটবিডি, ০১ মার্চ ২০২৩


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর