গতকাল হয়ে গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবার সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। তবে কাঞ্চনের প্যানেল থেকে ভোট কারচুপির অভিযোগ তোলা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টায় ইলিয়াস কাঞ্চন নিজে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কাছে আপিল করেছেন।
ইলিয়াস কাঞ্চন আওয়াজ ডটকম ডটবিডিকে বলেন, ‘গতকাল রাতেই আমরা ভেবেছিলাম ভোটে কারচুপি হবে। অবশেষে তাই হলো। ২৬টা ভোট বাতিল হয়েছে যার মধ্যে ১৬টা ভোটই নিপুণের। এই ভোটগুলো কেন বাতিল হলো তা আমাদের জানানো হয়নি। নিপুণ জায়েদের সঙ্গে হেরেছে মাত্র ১৩ ভোটে। ঐ ১৬টা ভোট বাতিল না হলে নিপুণই হতো সাধারণ সম্পাদক। ’
ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘আমার কাছে নির্বাচন পাতানো খেলা মনে হয়েছে। চলচ্চিত্রের ১৮ সংগঠনের ১৭ সংগঠনই এফডিসি ঢুকতে পারেনি। গুণী পরিচালকরাও এফডিসির গেটে এসে অপেক্ষা করেছেন ঘণ্টার পর ঘণ্টা। তাতেও একটা পক্ষের মন গলেনি। আমি এই সব নোংরামি পছন্দ করি না কখনো। আমার বিশ্বাস আপিল বোর্ড সততার সঙ্গে তাদের কাজ করবেন। সঠিক ফলাফল প্রকাশ করবেন। ’