প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বীমা খাতের ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার আগামী ১৬ জানুয়ারি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে। ইতিমধ্যে কোম্পানিটি তাদের তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি ২৩ পয়সা ইপিএস নিয়ে লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রি-আইপিও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৩২ টাকা। এছাড়া আইপিও পরবর্তী ইপিএস দাঁড়িয়েছে ০.২৩ টাকা।
এদিকে নয় মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১.৪৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৯৩ টাকা। এক্ষেত্রে আইপিও পরবর্তী ইপিএস দাঁড়িয়েছে ০.৮৯ টাকা।