• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
  • English Version

২৫৬তম পরিচালনা পর্ষদের সভা ইন্টারন্যাশনাল লিজিংয়ের

বিজনেস ডেস্ক / ৫৭ ফেসবুক শেয়ার
আপডেট সময় : সোমবার, ১৬ মে, ২০২২
bd business news,

ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) পরিচালনা পর্ষদের ২৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মে বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর পল্টনে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনার দায়িত্বে ছিলেন উচ্চ আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (এন আই) খান। এছাড়া এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, মোঃ সফিকুল ইসলাম অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী, মোঃ এনামুল হাসান ও চলতি দায়িত্বে নিয়োজিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান।

সভায় কোম্পানির নীতিমালা ও ব্যবসা সংক্রান্ত বিষয়াদিসহ কোম্পানির আইনি পরিস্থিতি এবং আদালতে দায়েরকৃত বিভিন্ন মামলার প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কর্ম পরিকল্পনা নিয়ে প্রতিবেদন পেশ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

সভায় অডিট কমিটির কার্যবিবরনী সম্পর্কে উপস্থিত সকলকে জানানো হয়। সেই সাথে সভায় ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ লিমিটেডের ১০১ তম সভার কার্যবিবরণী সম্পর্কেও অবহিত করা হয়।

একইদিন কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের কাজে আরও উৎসাহী ও গতিশীল করতে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

 

আওয়াজ ডটকম ডটবিডি, ১৬ মে ২০২২


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর