• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:৩৯ অপরাহ্ন
  • English Version

৮২ শতাংশ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি করেছে ব্যাংকিং খাত

বিজনেস ডেস্ক / ৭৪৯ ফেসবুক শেয়ার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
bd business news

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতে ৩৩টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮২ শতাংশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জানুয়ারি মাসে বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংক খাতে শেয়ারবাজারে ৩৩টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এসব কোম্পানির মধ্যে ২৮টির এখন পর্যন্ত জানুয়ারি মাসের প্রাতিষ্ঠানিক বিনিয়োগের তথ্য হালনাগাদ করা হয়েছে। এই কোম্পানিগুলোর মধ্যে ২৩টির বা ৮২ শতাংশ প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আগের মাস অর্থাৎ ডিসেম্বর থেকে বেড়েছে। জানুয়ারিতে ৫টির বা ১৮ শতাংশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আগের মাস থেকে কমেছে। আর ৫টি ব্যাংক জানুয়ারি মাসের প্রাতিষ্ঠানিক বিনিয়োগের তথ্য হালনাগাদ করেনি।

জানুয়ারি মাসে ব্যাংকে সবচেয়ে বেশি অর্থাৎ ২.৪৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে উত্তরা ব্যাংকের। অর্থাৎ জানুয়ারি মাসে উত্তরা ব্যাংক থেকে এই পরিমাণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ০.৮৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের। আর তৃতীয় সর্বোচ্চ ০.৮৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে কম অর্থাৎ ০.০৫ শতাংশ করে বেড়েছে ট্রাস্ট ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকে।

জানুয়ারিতে পাঁচ কোম্পানি থেকে প্রাতিষ্ঠানিকরা তাদের পোর্টফোলিও থেকে ক্রয়ের চেয়ে শেয়ার বেশি বিক্রি করেছেন। যার কারণে জানুয়ারিতে ওই পাঁচ কোম্পানি থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ০.৬৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে যমুনা ব্যাংকেরে। দ্বিতীয় সর্বোচ্চ ওয়ান ব্যাংকের ০.৫৩ শতাংশ এবং তৃতীয় সর্বোচ্চ ইসলামী ব্যাংকের ০.১৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে আগের মাস থেকে। আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ০.০১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে।

 

তথ্যগুলো তালিকা আকারে তুলে ধরা হলো:

কোম্পানির নাম               জানুয়ারির তথ্য ডিসেম্বরের তথ্য                ব্যবধান

বেড়েছে

উত্তরা ব্যাংক      ৩০.৯৮ শতাংশ ২৮.৪৯ শতাংশ ২.৪৯ শতাংশ

প্রিমিয়ার ব্যাংক ১৮.৭৭ শতাংশ  ১৭.৮৮ শতাংশ ০.৮৯ শতাংশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক             ১৯.১৭ শতাংশ   ১৮.৩৪ শতাংশ ০.৮৩ শতাংশ

স্ট্যান্ডার্ড ব্যাংক ২৬.১০ শতাংশ ২৫.৩০ শতাংশ ০.৮০ শতাংশ

এনসিসি ব্যাংক ২২.২১ শতাংশ  ২১.৯৮ শতাংশ  ০.২৩ শতাংশ

স্যোসাল ইসলামী ব্যাংক               ৪৮.৩৩ শতাংশ ৪৭.৫৮ শতাংশ ০.৭৫ শতাংশ

আইএফআইসি ২০.৭৪ শতাংশ ২০.০৫ শতাংশ ০.৬৯ শতাংশ

মার্কেন্টাইল ব্যাংক          ২২.৯২ শতাংশ ২২.৪২ শতাংশ ০.৫০ শতাংশ

এনআরবিসি ব্যাংক         ৩.১২ শতাংশ     ২.৭০ শতাংশ     ০.৪২ শতাংশ

এবি ব্যাংক          ২৩.৮৭ শতাংশ ২৩.৪৯ শতাংশ ০.৩৮ শতাংশ

ইস্টার্ন ব্যাংক      ৪৭.৪৮ শতাংশ ৪৭.১২ শতাংশ  ০.৩৬ শতাংশ

রূপারী ব্যাংক     ৪.৫৪ শতাংশ    ৪.৩৮ শতাংশ    ০.১৬ শতাংশ

সিটি ব্যাংক         ২২.৮৬ শতাংশ ২২.৭৩ শতাংশ ০.১৩ শতাংশ

ঢাকা ব্যাংক        ১৩.৯৯ শতাংশ  ১৩.৮৭ শতাংশ ০.১২ শতাংশ

ডাচবাংলা ব্যাংক              ৫.০৯ শতাংশ    ৪.৯৮ শতাংশ    ০.১১ শতাংশ

সাউথবাংলা ব্যাংক          ১১.৭৫ শতাংশ  ১১.৬৪ শতাংশ  ০.১১ শতাংশ

শাহজালাল ইসলামী ব্যাংক          ১৪.৩৪ শতাংশ  ১৪.২৪ শতাংশ  ০.১০ শতাংশ

প্রাইম ব্যাংক      ৩৬.৩২ শতাংশ                ৩৬.৫৩ শতাংশ                ০.০৯ শতাংশ

পূবালী ব্যাংক     ২৬.৮৭ শতাংশ ২৬.৭৯ শতাংশ ০.০৮ শতাংশ

ব্যাংক এশিয়া     ৩২.৯৮ শতাংশ ৩২.৯০ শতাংশ ০.০৮ শতাংশ

ব্র্যাক ব্যাংক        ১০.৩২ শতাংশ  ১০.২৬ শতাংশ ০.০৬ শতাংশ

ট্রাস্ট ব্যাংক         ১৬.১৪ শতাংশ  ১৬.০৯ শতাংশ ০.০৫ শতাংশ

আল আরাফাহ ইসলামী ব্যাংক   ২৯.৪০ শতাংশ ২৯.৩৫ শতাংশ ০.০৫ শতাংশ

 

কমেছে

যমুনা ব্যাংক       ৭.২২ শতাংশ     ৭.৮৬ শতাংশ    ০.৬৪ শতাংশ

ওয়ান ব্যাংক       ২১.১৬ শতাংশ  ২১.৬৯ শতাংশ ০.৫৩ শতাংশ

ইসলামী ব্যাংক  ১৫.২৯ শতাংশ  ১৫.৪২ শতাংশ  ০.১৩ শতাংশ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক   ২০.৬০ শতাংশ ২০.৬১ শতাংশ ০.০১ শতাংশ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক   ২২.৮৩ শতাংশ ২২.৮৪ শতাংশ ০.০১ শতাংশ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর