সংবাদ শিরোনাম :
বিজনেস

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ

গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। মঙ্গলবার ( নভেম্বর) দুপুরে শ্রম মন্ত্রণালয়ে মজুরি নির্ধারণী সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

সময় শ্রমিকদের কাজে যোগ দিতে আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী। একইসঙ্গে মালিকপক্ষকে কঠোর না হতেও আহ্বান করেন তিনি।

মন্নুজান সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা নতুন মজুরি ঘোষণা করছি। ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়বে। যা আট হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা হবে। সেই সাথে বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্টও থাকবে। ফলে আগের তুলনায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে হাজার ৫০০ টাকা।

এর আগে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য এপ্রিল মাসে মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর কয়েক দফা বৈঠক করেন সদস্যরা।

২২ অক্টোবরের সভায় প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি নিম্নতম মজুরি ২০ হাজার ৩৯৩ টাকা এবং মালিকপক্ষ প্রতিনিধি সিদ্দিকুর রহমান ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব তুলে ধরেন। শ্রমিক প্রতিনিধিরা না মানায় আজ নতুন প্রস্তাব দেয় মালিকপক্ষ। উভয়পক্ষ প্রস্তাবনায় তাদের যৌক্তিকতা তুলে ধরেন।

এদিকে প্রায় দুই সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন দেশের পোশাক শ্রমিকরা।

  আওয়াজ ডটকম ডটবিডি, ০৭ নভেম্বর ২০২৩
রিলেটেড ট্যাগ :

আপনার মতামত লিখুন :

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডসগুলি চিহ্নিত করা আছে *