সংবাদ শিরোনাম :
বাংলাদেশ

নদীপথে পালানোর চেষ্টা, সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার

নদীপথে পালানোর চেষ্টা, সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার

দেশের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে।

রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর চেষ্টাকালে নিউমার্কেট থানার একটি মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা চারবার ক্ষমতায় আসার পরও ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় তাকে। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান।

আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারই তাঁকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ছিলেন।

এর পর ২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাঁকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আওয়াজ ডটকম ডটবিডি, ১৩ আগষ্ট ২০২৪

রিলেটেড ট্যাগ :

আপনার মতামত লিখুন :

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডসগুলি চিহ্নিত করা আছে *

রিলেটেড পোস্ট