ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অফিসার হলেন মুহম্মদ জসীম উদ্দিন। বুধবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ে তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালনের জন্য ১৩ জন কর্মকর্তাকে সংযুক্ত করে তথ্য অধিদফতর থেকে একটি আদেশ দেওয়া হয়েছে।
সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দীন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের সদস্য এ অধিদফতরের এসব কর্মকর্তাদের তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালনের জন্য এসব মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।
সংযুক্ত তালিকা অনুযায়ী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহম্মদ জসীম উদ্দিন।
এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফয়সল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কামরুল ইসলাম ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষায় আলমগীর হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে রেজাউল করিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় মাহবুবুর রহমান, শিল্পমন্ত্রণালয়ে মোহাম্মদ সায়েম হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে মোহাম্মদ গিয়াস উদ্দিন, ধর্মে আবু বকর সিদ্দীক, মুক্তিযুদ্ধে মুহাম্মদ শাহাদাত হোসেন, মৎস ও প্রাণীসম্পদে পবন চৌধুরী ও স্থানীয় সরকারে মোহাম্মদ শফিউল্লাহ সিনিয়র তথ্য অফিসার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে মো. নূর আলমকে সিনিয়র তথ্য অফিসার করা হয়েছে।
আওয়াজ ডটকম ডটবিডি, ১৪ আগষ্ট ২০২৪