সংবাদ শিরোনাম :
বিজনেস

দাম বাড়ার শীর্ষে প্যাসিফিক ডেনিমস

দাম বাড়ার শীর্ষে প্যাসিফিক ডেনিমস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে প্যাসিফিক ডেনিমস লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৯.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ১২.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ২.৮০ টাকা বা ২৮.২৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে। ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর বেড়েছে ২৪.৮৪ শতাংশ, খান ব্রাদার্সের ২১.৬৩ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ১৪.০৪ শতাংশ।   আওয়াজ ডটকম ডটবিডি, ১৮ নভেম্বর ২০২৩
রিলেটেড ট্যাগ :

আপনার মতামত লিখুন :

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডসগুলি চিহ্নিত করা আছে *