সংবাদ শিরোনাম :
ভ্রমণ

কক্সবাজার ট্রেনের ৩ দিনের টিকিট এক ঘণ্টায় শেষ

কক্সবাজার ট্রেনের ৩ দিনের টিকিট এক ঘণ্টায় শেষ
অবশেষে শুরু হয়েছে নবনির্মিত ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি। আগামী ১ ডিসেম্বর (শুক্রবার) প্রথম ট্রেন কক্সবাজার এক্সপ্রেস যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাবে। এই জন্য বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে কাউন্টারের পাশাপাশি অনলাইনে এ টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যে প্রথম ও দ্বিতীয় দিনের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে, ‘আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কাউন্টার এবং অনলাইনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিন ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের টিকিট বিক্রি করা হয়। এর মধ্যে ১ ও ২ ডিসেম্বরের টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। কাউন্টারের চেয়ে অনলাইনে টিকিট বিক্রি বেশি হয়েছে।’ স্টেশন ম্যানেজার বলেন, ‘ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মোট ১৫টি বগিতে যাত্রী থাকবে। এর মধ্যে একটি এসি এবং একটি নন এসি বগি মিলে মোট ১১৫টি আসন থাকবে চট্টগ্রামের যাত্রীদের জন্য। এর মধ্যে এসি বগিতে আসন থাকবে ৫৫টি এবং ননএসি বগিয়ে আসন থাকবে ৬০টি।’ রেল সূত্রে জানা, ‘সকাল ৮টায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। কাউন্টার এবং অনলাইনে একই সময়ে টিকিট বিক্রি করা হয়। টিকিট বিক্রি শুরুর মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যে ১ ও ২ ডিসেম্বরের সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩ ডিসেম্বরের কিছু টিকিট ছিল। সেগুলো আশা করছি, অল্প সময়ের মধ্যে বিক্রি শেষ হয়ে যাবে। প্রথম দিনেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের কাছ থেকে ভালো বিপুল সাড়া পেয়েছি।’ রেল সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা বিলাসবহুল এ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মোট ১৫টি কোচ থাকবে। এতে মোট আসন থাকবে ৭৮০টি। এর মধ্যে ছয়টি এসি কোচে আসন থাকবে ৩৩০টি। সাত নন-এসি কোচে আসন থাকবে ৪২০টি ও দুটি খাবার কোচে ১৫টি করে ৩০টি আসন থাকবে। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া এক হাজার ৩২৫ টাকা, এসি সিটের ভাড়া এক হাজার ৫৯০ টাকা ও এসি বার্থের (ঘুম দিয়ে যাওয়ার আসন) ভাড়া দুই হাজার ৩৮০ টাকা। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়া যাবে শোভন চেয়ারের ভাড়া ২০৫, স্নিগ্ধা শ্রেণি ৩৮৬, এসি সিটে ৪৬৬ এবং এসি বার্থের ভাড়া ৬৯৬ টাকা। আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। ট্রেনটি চট্টগ্রামে পৌঁছাবে বিকাল ৩টা ৪০ মিনিটে। ছেড়ে যাবে বিকাল ৪টায়। ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৫ মিনিটে। আপাতত এ ট্রেনে চট্টগ্রাম থেকে টিকিট বিক্রি করা হবে না। একইভাবে রাত সাড়ে ১০টায় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে ভোর ৩টা ৪০ মিনিটে। তখনও এ ট্রেনে চট্টগ্রাম থেকে টিকিট বিক্রি করা হবে না। ভোর ৪টায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। কক্সবাজার এক্সপ্রেস টেনটি সপ্তাহে একদিন বন্ধ থাকবে। এর মধ্যে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে না সোমবার এবং কক্সবাজার থেকে ছেড়ে যাবে না মঙ্গলবার। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটির নম্বর ৮১৩ ও কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনের নম্বর ৮১৪ নির্ধারণ করা হয়েছে।   আওয়াজ ডটকম ডটবিডি, ২৩ নভেম্বর ২০২৩
রিলেটেড ট্যাগ :

আপনার মতামত লিখুন :

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডসগুলি চিহ্নিত করা আছে *